শাহজাদপুর উপজেলা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে “বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু কিশোর কিশোরীদের জীবন মান উন্নয়নে জনগণের অংশগ্রহণ” শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা. শারমিন আলম, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর এ কে এম শফিকুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদাৎ হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ মকবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং শাহজাদপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
বীরমুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান তার বক্তব্য বলেন, এক সময় অত্যন্ত কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো তবে এখন সময় বদলেছে। মানুষ সচেতন হচ্ছে, মেয়েরা শিক্ষিত হচ্ছে। বাল্য বিবাহ এর বিরুদ্ধে প্দক্ষেপ নেওয়া হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা বাল্যবিবাহকে রোধ করতে পারে।
আবার, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জে ও শাহজাদপুরে বাল্যবিবাহের হার আরো হ্রাস করা প্রয়োজন। এক্ষেত্রে স্থানীয় মানুষেরা সচেতন ভূমিকা রাখতে পারেন। শিশু কিশোরীরা দেশের ভবিষ্যতের কর্ণধার, তাই এদের ঝড়ে পড়া রোধ করতে হবে।