শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনকে সহপাঠীদের হামলায় হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরীক্ষাকেন্দ্রে খাতা না দেখানোয় ক্ষুব্ধ সহপাঠীরা তাকে বেধড়ক মারধর করলে আশঙ্কাজনক অবস্থায় খাজা ইউনুস আলী হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে তাকে ফিরিয়ে দিলে ঢাকায় নিয়ে যাওয়া হয় সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ঢাকা থেকে বাসায় আনার পরে তার মৃত্যু ঘটে।
ঘটনার পর নিহত ইমনের বাড়িতে যান ও তার পরিবারকে সমবেদনা জানান শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস.এম. শাহাদাত হোসেন, খুকনী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম খান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিলন হোসেন।
তারা শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং দোষীদের দ্রুত বিচার দাবি করেন।