শার্শা ইউনিয়ন জামাতের উদ্দগে আত্নকর্মসংস্থান মূলক কর্মসূচি।
মো: হানজালা শার্শা,যশোর প্রতিনিধি
বেকারত্ব সমস্যা দূর করার লক্ষে ১৮/১০/২০২৪ শুক্রবার শার্শা উপজেলা জামায়তের উদ্দগে। বাংলাদেশ জামায়েত ইসলামির শার্শা উপজেলা কার্যালয়ের সামনে,মটর চালিত ভ্যন বিতারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পশ্চিমের আমির মাওলানা হাবিবুর রহমান। যশোর জেলা পশ্চিমের কর্মপরিষদ সদস্য মো: রেজাউল করিম, অধ্যাপক জয়নাল আবেদীন, যশোর জেলা পশ্চিমের মজলিস ওশুরা সদস্য, শার্শা উপজেলার সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম,ডিহি ইউনিয়নের আমির মকবুল হুসাইন,শার্শা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মো: আহমাদ আলী, শার্শা ইউনিয়নের টিম সদস্য জয়নাল মেম্বর, কায়বা ইউনিয়নের টিম সদস্য গাজী রুহুল আমীন, ফজলুর রহমান সহ অন্যন্য নেতৃবৃন্দ।