শহীদ মিনার তৈরী করতে বাধা প্রদান করায় দুজন আটক।
মো: ওমর ফারুক, বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের সামনে শহীদ মিনার তৈরী করতে বাধা প্রদান করায় খাজা নাজিমুদ্দিন ফারাজি ও মাসুদ ফারাজি নামের দুজনকে আটক করেছে ফকিরহাট মডেল থানার পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ সেলিম রেজা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা যায় লখপুর ইউনিয়ন পরিষদের সামনে সীমানা প্রাচীরের ভিতর শহীদ মিনার তৈরী করার জন্য শ্রমিকেরা কাজ করাকালীন সময় পাশ্ববর্তী কেরামত ফারাজির তিন পুত্র খাজা নাজিমুদ্দিন ফারাজি, নিজাম উদ্দিন ফারাজি, মাসুদ রানা ফারাজি কাজ করতে বাধা প্রদান করেন।
শ্রমিকেরা তাতক্ষণিক চেয়ারম্যানকে বিষয়টি জানায় চেয়ারম্যান বাধাপ্রদানকারীদের সাথে কথা বলেন এবং বাধা দেয়ার কারণ জিজ্ঞাসা করলে উক্ত ব্যক্তিগণ জমিটি তাদের সম্পত্তি বলে দাবী করেন।
এক পর্যায়ে চেয়ারম্যান সাহেবের সংগীয় লোকজন ও বাধাপ্রদানকারীদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফকিরহাট মডেল থানায় জানানো হইলে থানা থেকে এসআই মাসুদ তালুকদার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে যান।
এব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলীমুজ্জামানের কথা বললে তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য দুজনকে আটক করা হয়েছে তবে এব্যাপারে এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি।
এ ব্যাপারে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে জানা যায় যেহেতু ইউনিয়ন পরিষদের অর্থে নির্মানাধীন
শহীদ মিনারের কাজে বাধা প্রদান করা হয়েছে তাই সকল সদস্যের সাথে পরামর্শ করে মামলার প্রস্তুতি চলছে।