মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই যুবক স্থানীয় একটি ভবনের বৈদ্যুতিক মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তৎক্ষণাৎ তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, আহত যুবকের নাম মো. হাসান (২৪)। তিনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বেশ কিছু অংশে গুরুতর পুড়ে গেছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।