লখপুরের কৃতি সন্তান ড:শেখ মনিরুজ্জামানের পিএইচডি ডিগ্রি অর্জন
মো: ওমর ফারুক ফকিরহাট, বাগেরহাট।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা জনাব আব্দুল হামিদ ও মাশকুরা বেগম দম্পতির একমাত্র পুত্র শেখ মনিরুজ্জামান ক্যানাডার লেকহেড বিশ্ববিদ্যালয় থেকে
( Artificial Intelligence and Blockchain Enabled Smart grid)
বিষয় নিয়ে গবেষণা করে সাফল্যের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
এই প্রথম লখপুরের কোনো মেধাবী সন্তান পিএইচডি ডিগ্রি অর্জন করায় লখপুরবাসী গর্বিত এবং উচ্ছ্বসিত।
লখপুরবাসী তাকে অভিনন্দন জানিয়েছে।
ড: শেখ মনিরুজ্জামান বাঐডাংগা বিএল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।
বাঐডাংগা বিএল স্কুল পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছে।
কৃতিত্বের অধিকারী শেখ মনিরুজ্জামানের সাথে কথা বলে জানা যায় তার এই কৃতিত্বের জন্য তার সহধর্মিণীর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও উৎসাহ রয়েছে।
প্রথমত তিনি তার অর্জন বাবা মা ও সহধর্মিণীর জন্য উৎসর্গ করেন সেইসাথে উনার শৈশব কৈশোরের সহপাঠী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।
সুদূর প্রবাসে থেকেও তিনি প্রতিনিয়ত স্মরণ করেন লখপুরের আপামর সকলকেই।
তিনি আরো বলেন তার অবস্থানে থেকে এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সুযোগ পেলে তিনি অবদান রাখার চেষ্টা করবেন।