র্যাব-৮ এবং র্যাব-১০ এর যৌথ অভিযানে বরিশাল জেলার কুখ্যাত সন্ত্রাসী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম, র্যাব-৮, বরিশাল এবং স্কোয়াড্রন লীডার মোঃ শাহারিয়ার ইসলাম র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর এর নেতৃতে অদ্য ১৪ এপ্রিল ২০২৩ ইং, তারিখ আনুমানিক ০০:১০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর এলাকায় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার যাবজ্জীবন সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী যার জিআর নং-২০৩/১৬, সেসন নং-১৬৯/২০(বাকেরগঞ্জ) আসামী নাম মোঃ জসিম হাওলাদার, পিতা- মৃত- মোজাফ্ফর হাওলাদার, সাং- খাস মহেশপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল'কে আটক করা হয়। ঘটনার বিবরণীতে জানা যায় যে,২০১৬ সালের জমিজমা সংক্রান্ত একটি বিবাদকে কেন্দ্র করে পাশের বাড়ির মোঃ ছোবহান মোল্লাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমসহ ধারালো অস্ত্রদ্বারা ডান পায়ে হাটুর উপর থেকে বিছিন্ন করে ফেলে। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন হলে আসামীর বিরুদ্ধে পেনাল কোডে ১৮৬০এর ৩২৬ ধারায় অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড, ১০০০০০(এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও গত ২৮/০৩/২৩ তারিখে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ভিকটিম মোহাম্মদ ইব্রাহিম @ফালান কে হত্যার উদ্দেশ্যে উক্ত আসামী এবং তাহার সন্ত্রাসী দল কর্তৃক ধাঁরালো দা,রামদা, লোহার রড,এবং লাঠি সহকারে এলোপাথাড়ি মারপিট সহ কোপাইতে থাকে এবং গুরুতর জখম করে। ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে মুখে, গলায়,কানে, পায়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে এই ভিকটিমকে তাহার আত্মীয় ও এলাকাবাসী কর্তৃক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।এই মর্মে ভিকটিমের স্ত্রী কর্তৃক বাকেরগঞ্জ থানায় একটি হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম মামলা দায়ের করেন। উক্ত আসামীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে নিম্ন বর্ণিত মামলা পাওয়া যায়:
১। বাকেরগঞ্জ থানার মামলা নং-৩২, তারিখ-২৮/০৩/২৩, জি আর ৮৩/২৩,ধারা-১৪৩/
৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯ পেনাল কোড, ২। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ-১৭/১১/১৫, জি আর নং-৩১৮/১৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড, ৩। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মামলা নং-২৯, তারিখ-১৯/০৩/০৯, জি আর নং-১৩৪/০৯,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৫০৬(২)৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৩৮০/৩৪ পেনাল কোডে মামলা চলমান রয়েছে বলে জানা য়ায়। উপরোক্ত মামলা গুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামীর নামে গ্রেফতারী পরোয়ানা জারির পর থেকে সে এলাকা হতে পলায়ন করে। সেই প্রেক্ষিতে র্যাব-৮, বরিশাল সিপিএসসি কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র্যাব-১০,
সিপিসি-২ এর যৌথ অভিযান পরিচালনা করে উক্ত একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীকে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।