রূপসার শ্রীফলতলা ক্যাম্প পুলিশের অভিযানে"সামাদ শেখকে ৬০গ্রাম গাঁজাসহ গ্রেফতার
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা জেলার রূপসা থানার শ্রীফলতলা ক্যাম্প পুলিশ অভিযানে আ:সামাদ শেখ(৪৯ )নামে এক মাদক বিক্রেতাকে ৬০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সামাদ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোসাব্বের পুর গ্রামের মৃত আজিম শেখের ছেলে।
মামলা সূত্রে জানাযায়,রূপসার শ্রীফলতলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবুল ইসলাম গত ৯ জুলাই রাতে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়ে জোয়ার হাট এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শ্রীফলতলা ইউনিয়নের চর মোসাব্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পুলিশ সদস্যগণ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেলে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ সদস্যরা সামাদ নামে এক ব্যক্তিকে আটক করেন। এছাড়া এজহার নামীয় আসামী শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকার শাহজাহান মোল্লার ছেলে মুরাদ মোল্লা পালিয়ে যায়।
আটককৃত সামাদ শেখের দেহ তল্লাশি করে তার নিকট থেকে ৬০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত ব্যক্তিরা বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে সামাদ প্রাথমিক ভাবে সে স্বীকার করে।
এস আই বাবুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ৭, তাং- ১০/৭/২৩ ।