রূপসার শিয়ালী ক্যাম্প পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার দুই,
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা জেলার রূপসা থানার শিয়ালী ক্যাম্প পুলিশের এসআই হাবিবুর রহমান অভিযান চালিয়ে দুই যুবককে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন অমিত কুমার দাস৩১) পিতা- বিষ্ণুপদ দাস ও শন্তু মালাকার(২০) পিতা সুকান্ত মালাকার উভয় সং- শিয়ালী।
এযাহার সূত্রে জানা যায়,গত রবিবার ৯/৭/২৩ তারিখ সন্ধ্যায় ক্যাম্প পুলিশ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও অস্ত্র উদ্ধার অভিযানে শিয়ালি বাজারে অবস্থান কারাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট নামক এলাকায় অনুক মহলীর চায়ের দোকানের পূর্ব পাশে রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ উক্ত যুবকদের গ্রেফতার করে জিজ্ঞা সাবাদ করে ও তাদের দেহ তল্লাশি করে অমিত কুমার দাসের নিকট থেকে ৬০ গ্রাম ও সন্তু মালাকার এর নিকট থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্বার করা হয়।
গ্রেফতারকৃত যুবকরা জানায় বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ক্রয় বিক্রয় করে আসিতেছে বলে স্বীকার করে।
এ ব্যাপারে পুলিশের ইনচার্জ এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলা নং৬,তাং-১০/৭/২৩।