রূপসার”পুটিমারি ক্যাম্প পুলিশের অভিযানে”সোহরাব কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার,
মোল্লা জাহাঙ্গীর আলম -খুলনা //
খুলনা জেলার রুপসার পুটিমারি ক্যাম্প পুলিশের এসআই বাবলা দাস অভিযান চালিয়ে সোহরাব শিকদার (৫০) নামে এক ব্যক্তিকে ১৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
সোহরাব রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত খোদা বক্সস শিকদারের ছেলে।
এজাহার সূত্রে জানাগেছে,গত ৯ জুলাই দুপুরে ক্যাম্প পুলিশ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও অস্ত্র উদ্ধার অভিযানে আলাইপুর বাজারে অবস্থান কারাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের জনৈক ডালিম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ সোহরাবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তার দেহ তল্লাশি করে ১৫০গ্রাম গাঁজা উদ্বার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ক্রয় বিক্রয় করে আসিতেছে বলে স্বীকার করে।
এ ব্যাপারে ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবলা দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৫, তাং- ১০/ ৭/২৩।