রূপসায় ৫০০ পরিবারের মাঝে রমজানের উপহার বিতরণ. এমপি সালাম মূর্শেদীর,
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলায় এমপি আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে আইচগাতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান মিঠুর আয়োজনে শনিবার ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় ৫০০ পরিবারকে রমজানের উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের তৃতীয় বারের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বক্তৃতায় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পবিত্র রমজান মাসে দলীয় ও সরকারিভাবে ইফতার মাহফিলের পরিবর্তে বাস্তবতার নিরিখে ইফতার বিতরণ কার্যক্রম সত্যিকার অর্থে একটি মানবিক উদ্যোগ, যা আল্লাহর রাসূল পছন্দ করেন। কেননা পবিত্র ইসলাম মানবতা, শান্তি ও সাম্যের ধর্ম।
সিয়াম, সংযম, ত্যাগ ও আল্লাহর নৈকট্য অর্জনে রমজান মাসে একজন রোজাদারের মুখে আরেকজন রোজাদার ইফতার ও সেহরি তুলে দিয়ে সহযোগিতা করতে পারলে বিতরণে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক।
উপস্থি ছিলেন আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা দুলাল, সাবেক প্রচার সম্পাদক ইলিয়াজ মল্লিক, আশিক খান,ইউপি সদস্য মনিরুল ইসলাম, চয়নিকা খান, স্বেচ্ছাসেবক নেতা মাহমুদ খান রাসেল, আকাশ ঢালীসহ অনেকেই।
মোট ৫০০ পরিবারের মাঝে রমজানের উপহার বিতরণ করলেন এমপি সালাম মূর্শেদী।