রূপসায় সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেঁশ নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের টহল: ওসি শাহিন,
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা জেলার রূপসা থানা অফিসার ইনচার্জ মো: শাহিন এর নেতৃত্বে_ আজ শনিবার ২৯শে "জুলাই উপজেলা ব্যাপী সকল ক্যাম্পের অফিসার ও ফোর্সদের সাথে নিয়ে চলমান টহল প্রদান রয়েছে।থানার অফিসার ইনচার্জ মো: শাহিন তিনি বলেন, রূপসা উপজেলার সার্বিক নিরাপত্তা প্রদান ও সুশৃঙ্খল পরিবেঁশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের দিন ব্যাপী সকল ক্যাম্পের অফিসার ও ফোর্সদের সাথে নিয়ে চলমান অভিযান ও টহল প্রদান করছি। ওসি মো: শাহিন আরো বলেন ২৪"ঘন্টা আমাদের এই চলমান অভিযান ও টহল অব্যাহত থাকবে।সারাদেশ বিএনপি, জামাত শিবিরের কর্মীরা যে তান্ডব শুরু করেছে সেটাকে নজরে রেখে ও রূপসার নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেঁশ নিশ্চিত করার দায়িত্ব থানা পুলিশের। তাই আমাদের এ অভিযান চলমান থাকবে।