রূপসায় বাজার ব্যবসায়ীক ঐক্য গড়ার আহবায়ক কমিটি গঠন
এম মুরশীদ আলী-রূপসা প্রতিনিধি //
খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর দিক-নির্দেশনা ও অনুমতিক্রমে রূপসার কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলীর একান্ত প্রচেষ্টায় উপজেলা এলাকায় ৩২টি হাট-বাজার সমিতির নেতৃবৃন্দ একত্রে ব্যবসায়ীক ঐক্য গড়ার উদ্যোগ নেয়। এ লক্ষে গত ২১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভায় এ কমিটির নাম রাখা হয় রূপসা উপজেলা হাট-বাজার বণিক সমিতি এবং আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন প্রধান অতিথি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রূপসা উপজেলা হাট-বাজার বণিক সমিতির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন বাদশা।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও রূপসা উপজেলা হাট-বাজার বণিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য আ: মজিদ ফকির।সভায় সভাপতিত্ব করেন কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী ও রূপসা উপজেলা হাট-বাজার বণিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম মোস্তফা’র পরিচালনায় বক্তব্য রাখেন- পূর্ব রূপসা বাজার কমিটির সভাপতি মো. আরিফুর রহমান, নৈহাটী মোড় বাজার কমিটির সভাপতি আশরাফ আলী রাজ, ইলাইপুর বাজার বণিক সমিতির সহ সভাপতি আলহাজ¦ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এহেতেসামুল হক অপু প্রমূখ।হাট-বাজার পরিচালনা নীতিমালা অধিভুক্ত করণের লক্ষে সভা শেষে সকলের সিদ্ধান্তে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ঘোষনা করেন কমিটির আহবায়ক মো. জুলফিকার আলী ও সদস্য সচীব মো. আরিফুর রহমান। তাছাড়া যুগ্ম সম্পাদক কেশব চন্দ্র মালাকার, মো. আশরাফ আলী সরদার, মো. নাহিদুজ্জামন, আবু তাহের শেখ, এহেতেসামুল হক অপু এবং নির্বাহী সদস্য মো. আশরাফ আলী রাজ, মো. গোলাম রব্বানী, তৌহিদ শেখ দ্বয়ের নাম ১ মাসের জন্য ঘোষনা করেন।