মোল্লা জাহাঙ্গীর আলম/খুলনা
খুলনা জেলার রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের সোহাগ তালুকদারের স্ত্রী শান্তা বেগম (২২) গত ২৫ আগস্ট রাতে তার নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
রূপসা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে শান্তা বেগম আত্মহত্যা করেছে। এ ব্যাপারে শান্তার মাতা সালমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।