রুপসার আলাইপুরে সড়ক দুর্ঘটনার কারণ সরোজমিনে পরিদর্শন: উপজেলা প্রশাসনের
মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা //
খুলনা জেলার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানীকে চাপাদিয়ে নিহত ও ৩টি দোকান সম্পুর্ণ ভেঙ্গে গুড়িয়ে প্রায় লক্ষ্যধিক টাকার ক্ষতি সাধন করেছে।পুলিশ ও প্রতাক্ষদর্শী সুত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক সাড়ে১০টা সময় বালু ভর্তি ট্রাকটি আলাইপুর ব্রীজে উঠার চেষ্টা কালে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানের উপর দিয়ে অতিক্রম করে।এ ঘটনায় মুদি ব্যবসায়ী অশোক রায় নিহত হয় ও অশোক রায়ের মুদি দোকান সম্পুর্ণ ভেঙ্গে গুড়িয়ে প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। তাছাড়া মোঃ আলাল শেখের ওয়াল্টনের ইলেকট্রনিকস মালা মালের শো-রুম ভেঙ্গে যায়।অপরদিকে ফল ব্যবসায়ী স্বপন পাল প্রাণে বেঁচে গেলেও একমাত্র জিবীকার উপার্জনের অবলম্বন দোকান ঘরটি ভেঙ্গে গুড়িয়ে যায়। তাছাড়া বাজারের অন্য ব্যবসায়ীদের ৮টি দোকানে ট্রাকের ধাক্কায় ফাটল ধরাসহ নানাবিধ ক্ষতি সাধিত হয়েছে।
জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে দেয়। ট্রাকটির নম্বর-কুষ্টিয়া ট- ১১-২৫৭৭।গতকাল দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্তনা ও ক্ষতি পূরণে আশ্বাস দেন।বুধবার ৮ই আগস্ট দুপুরে উপজেলা প্রশাসন আলাইপুর ব্রিজ ও বাজারে দুর্ঘটনার কারণ ও প্রতিকারে সরেজমিন পরিদর্শন করেন।বার বার দুর্ঘটনার কারণ ও প্রতিকারের করণীয় বিষয় ক স্থানীয়দের মতামত গ্রহণপূর্বক বিভিন্ন দিক চিন্তা করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার একমত হন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউপি সদস্য স্বপ্না রাণী পাল,আবু সালেহ লস্কর, মোঃ শফিকুল ইসলাম ফকির, সাজ্জাদ হোসেন সাকিল, বাজার বণীক সমিতির সভাপতি গোপাল চন্দ্র কুন্ডু, সাধারণ সম্পাদক ফ,ম, জয়নাল আবেদীন, সাবেক সভপতি অশোক কুমার কর্মকার ব্যবসায়ী পরিতোষ রায় বাবলু, সঞ্জয় বিশ্বাস, আলাল শেখ প্রমুখ।