বিশেষ প্রতিবেদকঃ রাশিয়ার গোলাবারুদের ৫০ শতাংশ সরবরাহ করে উত্তর কোরিয়া— এমন দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগের প্রধান কর্মকর্তা। খবর, নিক্কেই এশিয়া’র।রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ অভিযোগ করেন, রাশিয়াকে সেনা সরবরাহের পাশাপাশি ভারী অস্ত্রও সরবরাহ করছে পিয়ংইয়ং।সরবরাহ করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৭০ মিলিমিটার স্বয়ংক্রিয় হইটজার এবং ২৪০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের মতো যুদ্ধাস্ত্র।এছাড়া কিম প্রশাসনের বিরুদ্ধে মস্কোকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহের অভিযোগও করেছেন বুদানভ।বিশ্লেষকরা বলছেন, রাশিয়াকে অস্ত্র-সেনা সরবরাহের মাধ্যমে ১৯৫০ সালের কোরীয় যুদ্ধের পর আবারও বড় কোনো যুদ্ধে জড়িয়েছে পিয়ংইয়ং।