রামপাল কলেজের এইচ, এস, সি পরিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সরকারি কলেজের এইচ, এস, সি (বি.এম.টি) ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ সমাপনী ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় রামপাল সরকারি কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোসাঃ রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ও মোঃ গোলাম ইয়াছিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
পাঠ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক নজরুল ইসলাম, মোঃ সাইফুল আলম বকতিয়ার, পুষ্পেন রায়, জীবন দ্যূতী চক্রবর্তী, মোঃ মোস্তফা কামাল পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাস, শেখ সাইদুর রহমান, আব্দুল হান্নান মোল্লা, প্রভাষক কাজী ফারজানা মুন্নি, শেখ ইসরাফিল হোসেন, অর্চনা রাণী পাল, শেখ শাহ নেওয়াজ, দিপ্তী রাণী মন্ডল, আরিফা সুলতানা, কল্লোল বিশ্বাস, জোহরা সুলতানাসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, এটি তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি পরিক্ষা। তোমাদের ভবিষ্যৎ অনেকাংশ এ পরিক্ষার উপর নির্ভরশীল। তিনি সকলকে অত্যন্ত গুরুত্বের সাথে পরিক্ষা দেওয়ার আহবান জানান এবং সকলের শুভ কামনা করেন।