রামপালে মাদকসহ গ্রেফতার ১
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আব্দুল শুকুর শেখ(২৫) কে গ্রেফতার করেছে।
সে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকার মোঃ মাহবুবুর শেখ’র পুত্র।
২ জুলাই রবিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খাদ্য গুদামের সামনে গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এ খবর পেয়ে এসআই নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাঁজাসহ গৌরম্ভা ইউনিয়ন থেকে ফকিরহাট উপজেলার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং মাদক মুক্ত রামপাল কে গড়ার লক্ষ্যে চিরুনি অভিযান করছি এবং সবাই কে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য সাহায্য সহযোগিতা কামনা করেছেন