রামপালে ইয়াবা’সহ যুবক আটক ও জেল হাজতে প্রেরণ।
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট:
বাগেরহাটের রামপাল থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে মাদক ব্যবসায়ী তানভীর শেখ (২২) নামের এক যুবককে ইয়াবাসহ আটক করেছে। আটককৃত তানভীর উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিকনগর গ্রামের মোঃ জিন্নাত শেখ’র পুত্র।
গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় রনসেন মোড় সংলগ্ন নির্মাণাধীন (খুলনা-মোংলা) রেললাইনের উপর মাদক নিয়ে অবস্থান করছে এক যুবক। এ খবর পেয়ে ফয়লাহাট পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সাব-ইন্সফেক্টর মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রেললাইনের পাশে রাস্তার উপর তানভীরের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করে তার কাছে থাকা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা ১০(দশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে উজলকুড় ইউনিয়ন থেকে এক যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (০৪ আগস্ট) বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।