বিশেষ প্রতিনিধিঃ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় যৌথবাহিনীর এই কার্যক্রম। এসময় বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকা ও অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।কাগজপত্র ঠিক থাকলেও অনেকেরই মাথায় নেই হেলমেট, আবার কারও হেলমেট থাকলেও নেই লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস। তবুও মামলা থেকে বাঁচতে দিচ্ছেন নানা অজুহাত।রাতে বাংলামোটর’সহ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল দল এবং পুলিশের সমন্বয়ে চলে এ অভিযান। এসময়, অনিয়মের দায়ে মামলা দেয়া হয় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে।এতে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়াও জরিমানাও করা হয়। অনেককে সর্তক করে ছেড়ে দেয়া হয়। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশ বলছে, নিয়মিত এমন তল্লাশি ও টহল কার্যক্রমের ফলে অপরাধ প্রবণতা কমবে।