রাণীশংকৈলে ৬টি পরিবারের ঘর আগুনে পুরে ছাই প্রশাসনের সহযোগিতা
অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে গত ৯ মে মঙ্গলবার বিকালে আজিজুল ইসলামের ৪পরিবার সহ আরো দুই পরিবারের শয়ন ঘর ও বেশ কয়েকটি বিভিন্ন ধরনের ঘর আগুনে পুড়ে যায়।তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি তবে গরু ব্যবসায়ী রফিকুল ইসলামের ঘরে থাকা এক লক্ষ বিশ হাজার টাকা পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল ফায়ার সার্ভিসের শেষ্টেশন মাস্টার নাসিম ইকবাল।তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,
আমরা খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনা স্থলে এসে আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে এবং প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে সেখানে আমাদের টিম কে ঘন্টা দুইয়েক কাজ করতে হয়েছে।অপর দিকে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুয়েল মার্ডি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদকর্মী গণ।পরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলেদেন চাল, কম্বল সহ শুকনো খাবার।তবে ক্ষয়ক্ষতির বিষয়ে একটি তালিকা করে জেলা প্রশাসনের নিকট পাঠানো হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা।
স্থানীয় সুত্রে যানাযায়,ধান সিদ্ধ করে চুলার ছাই খড়ি ঘরের পাশে ফেলে আসলে সেখান থেকেই আগুনের সৃষ্টি হয়ে খড়ি ঘরে লেগে যায় এবং মহুত্বের মধ্যে সকল ঘরে আগুন ছড়িয়ে পরে।এতে ক্ষতিগ্রস্ত হয় ৬ টি পরিবার হলো আমজুয়ান বাজে বাকশা গ্রামের আজিজুল ইসলামের ছেলে রাজিকুল ইসলাম,সাদেকুল ইসলাম,রফিকুল ইসলাম ও শফিরুল ইসলাম সহ আইনুল ইসলামের ছেলে শামীম এবং মৃত্যু আব্দুর রহিমের ছেলে আব্দুল মতিন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল ফায়ার সার্ভিস।