প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ১১:১১ এ.এম
রাজশাহীতে এক পিস করে বিক্রি হবে ইলিশ মাছ
বিশেষ প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রাজশাহীর সাহেববাজারে পিস করে কেটে ইলিশ মাছ বিক্রি করা হবে। চড়া দামের কারণে অনেক গরিব মানুষের জন্য পুরো ইলিশ কেনা সম্ভব হয় না, তাই রাজশাহীর ব্যবসায়ী এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরের সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে ১ পিস ইলিশ বিক্রি শুরু হয়।
জানা গেছে, বাজারে সবসময় ইলিশ মাছের দাম চড়া থাকে। বাংলাদেশে এই প্রথম উদ্যোগ যা রাজশাহী থেকে শুরু হচ্ছে। কেজি হিসাবে মাছের দাম ধরা হবে। কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তাই নেওয়া হবে। চাইলেও কেউ এক টুকরোও নিতে পারবেন।
Copyright © 2025 আমার সংবাদ প্রতিদিন. All rights reserved.