রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ৬টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত।
মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র (দ্বি-বার্ষিক) ওয়ার্ড নির্বাচন-২০২৫ এর ৬টি ওয়ার্ডে নির্বাচন উৎস-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২রা ফেব্রুয়ারি) রাখালগাছি ইউনিয়নের ৬টি ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন। ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে দুপুর ২টা থেকে ভোট গগণা শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেনঃ
২নং ওয়ার্ডে সভাপতি পদে হাসমত আলী ফকির পেয়েছেন ৭৬ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম শেখ পেয়েছেন ৬৯ ভোট, সহ-সভাপতি পদে আঃ সালাম হাজরা পেয়েছেন ৭০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আলম গাজী পেয়েছেন ৬৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আনিচুর রহমান পেয়েছেন ৬৫ ভোট।
৩নং ওয়ার্ডে সভাপতি পদে শুকুর আলী ফকির পেয়েছেন ৯২ ভোট, সাধারণ সম্পাদক পদে আনছার হাজরা পেয়েছেন ৮৯ ভোট, সহ-সভাপতি পদে শেখ সোহরাব পেয়েছেন ৭৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওহিদ শেখ পেয়েছেন ৯০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোজাফ্ফর হোসেন পেয়েছেন ৮৫ ভোট।
৪নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ গফ্ফার পেয়েছেন ৪৪ ভোট, সাধারণ সম্পাদক পদে শুকুর আলী মোড়ল পেয়েছেন ৪২ ভোট, সহ-সভাপতি পদে বাবর আলী পেয়েছেন ৪৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ মতিয়ার রহমান পেয়েছেন ৪৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মাহাতাব শেখ পেয়েছেন ৬২ ভোট।
৫নং ওয়ার্ডে সভাপতি পদে হাওলাদার মনিরুজ্জামান পেয়েছেন ৬৮ ভোট, সাধারণ সম্পাদক পদে সৈকত হোসেন তালেব পেয়েছেন ৪৫ ভোট, সহ-সভাপতি পদে আজমল হাওলাদার রিপন পেয়েছেন ৬২ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর রহমান পেয়েছেন ৬৭ ভোট।
৭নং ওয়ার্ডে সভাপতি পদে মোস্তফা মল্লিক পেয়েছেন ৬৮ ভোট, সাধারণ সম্পাদক পদে সালাম বিশ্বাস পেয়েছেন ৮৫ ভোট, সহ-সভাপতি পদে শেখ তরিকুল ইসলাম পেয়েছেন ৯৪ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মিলন হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেখ মোনায়েম।
৮নং ওয়ার্ডে সভাপতি পদে শেখ আলমগীর হোসের পেয়েছেন ৭৫ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ আলী আকবর পেয়েছেন ৬৮ ভোট, সহ-সভাপতি পদে শেখ আনোয়ার ৯২ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আত্তাব মোল্লা পেয়েছেন ৭৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে শেখ ইসহাক আলী পেয়েছেন ৭৭ ভোট।
ভোটার তালিকায় নানাবিধ অনিয়মের কারণে ইউনিয়নের ১,৬ ও ৯নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডাঃ লায়ন ফরিদুল ইসলাম বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিটি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। আমরা আশাবাদী এখান থেকে যারা যারা নির্বাচিত হবে তারা সকলেই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সব অপশক্তি আমরা রাজপথে মোকাবেলা করতে পারব।