রংপুর জেলা যুবলীগের উদ্যোগে: তৃষ্ণার্ত মানুষের মাঝে ফ্রি সুপেয় পানি বিতরনঃ
মো:আবু তালেব,সিনিয়র রিপোর্টার:
রংপুর জেলা যুবলীগের উদ্যোগে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ফ্রি সুপেয় পানি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরীতে ঘনঘন লোডশেডিং ও দাবদাহের কারণে মানুষের জীবন নাজেহাল। তৃষ্ণা নিবারণের জন্য সাধারণ জনগণ, শিক্ষার্থী, ও বিভিন্ন পেশার মানুষের মাঝে বরফ দেয়া ঠান্ডা পানি, শরবত ও কোলড্রিংস পান করান। আজ বুধবার দুপুরের দিকে ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু মুরালে এ প্রোগ্রাম আয়োজন করে জেলা আওয়ামী যুবলীগ।
পথিক জাহিদুল ইসলাম বলেন, হেটে বাড়ি যাচ্ছিলাম। গরমে অবস্থা নাজেহাল। এখানে এসে দেখি ওনারা সুপেয় পানি বিতরণ করছেন। পানি খেয়ে এখন একটু ভালো লাগছে।
রিক্সা চালক শহিদুল বলেন, সারাদিন রিক্সা চালাই মাঝে মাঝে গলা শুকায় যায়। এখানে এসে দেখি ওনারা পানি খাওয়াচ্ছেন। পানি খেয়ে এখন কিছুটা ভালো লাগছে। ওনাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।অটো চালক ফরহাদ জানান, আমরা তো পানি খাওয়ার সময় পাইনা রাস্তায় সুপেয় পানি বিতরণ কর্মসূচি দেখে নামলাম সেই সাথে আমার অটোর যাত্রীরাও পানি খেয়েছেন।আবার রওনা দিবো।ওনাদের কাজে অনেক খুশি আমরা।সবাই এভাবে এগিয়ে আসলে অনেক উপকার হতো।এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক বাবু লক্ষিন চন্দ্র দাস, সাবেক যুবলীগ সদস্য ও মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ডিজেল আহমেদ, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম বাবু, নওশাদ হোসেন রাজু, সাবেক যুবনেতা মাহফুজুর রহমান মিলন, জেলা ও অন্যান্য থানার নেতাকর্মীরা।