যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করেছে র্যাব-৬।আসামী সেলিম মোড়ল সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।গত ১৩ জুন ২০১০ তারিখে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আসামী সেলিম মোড়লকে ঢাকায় ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করে। একই তারিখ ডিবি সদস্য বাদী হয়ে তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী সেলিম মোড়লকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে আসামী সেলিম মোড়ল আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় গত ২ আগষ্ট র্যাব-৬-খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সদর থানাধীন নিরালা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি ১”মোঃ সেলিম মোড়লকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সেলিম মোড়লকে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করা হয়েছে।