উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোর গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ০৩ জনকে গ্রেফতার করে।
গতকাল যশোর ডিবি পুলিশের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান, এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চৌগাছা থানাধীন গয়ড়া গ্রামে রফিকুল ইসলামের বসতঘরের পিছনে এরশাদের পারিবারিক কবরস্থান হইতে অজ্ঞাতনামা পলাতক আসামীর ফেলে যাওয়া মতে ০৫ (পাঁচ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৩,০০,০০০ টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অন্য একটি অভিযানে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, সঙ্গীয় এসআই (নিঃ) রাজেশ কুমার দাস, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া রাত আনুমানিক সাড়ে নয়টার সময় চৌগাছা থানাধীন ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর বাজারে শরিফুল ইসলাম এর দর্জি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মৃত সামাউল পুত্র সোহেল রানা (২৫) কে ও মৃথ আইজেল মন্ডলের দুই পুত্র মোঃ আঃ সালাম (৪৫),ও কবিরকে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/-। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।