স্টাফ রিপোর্টার মোল্লা জাহাঙ্গীর আলম -খুলনা
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার বানিয়ারগাতিতে লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। এর ফলে প্রায় সাত ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪"টার দিকে এ দূর্ঘটনা ঘটে এবং বেলা ১১টা ১৫ মিনিটের দিকে লাইনচ্যুৎ বগিটি উদ্ধার করা হয়।
খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে তেল বোঝাই করে ওয়াগান ট্রেন পার্বতীপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আজ ভোর ৪টার দিকে বসুন্দিয়া বানিয়ারগাতি রেল ক্রসিংয়ে ওয়াগানের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে খুলনার সাথে সারাদেশে ফেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ৮টার দিকে দূর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান আসে। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করা হয়। এরপর সকাল ১১ টা ১৫ মিনিট থেকে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।তিনি আরো জানান, লাইনচ্যুত ওয়াগনটি থেকে প্রচুর পরিমাণে তেল পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা অনেকেই সেই তেল সংগ্রহ করেছেন। নানাভাবে বাধা দিয়েও তাদের নিবৃত করা সম্ভব হয়নি।তবে ওয়াগনটিতে কি পরিমান তেল ছিল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।