মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরে বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস টিম। বৃহস্পতিবার ৯ নভেম্বর রাতে সদর উপজেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চার বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের সাহেব আলীর ছেলে গোলাম রব্বানী (৩৬) ও মোঃ শাহিন ফকির (২৯)। তারা যশোর শহরের কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি কালিতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানাধীন আরএন রোডে অবস্থিত ইসলামী ব্যাংক লিঃ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে গোলাম রব্বানী ও মোঃ শাহিন ফকিরকে চার বোতল বিদেশী মদসহ আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।