উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার :
যশোরের শংকরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী বিল্লা হোসেনকে গ্রেফতার করেছে যশোর র্যাব – ৬,যশোর।
জানা যায়,গত ২২ জুলাই ২০২১ তারিখ রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ছোটনের মোড়ে জনশূন্য কমিউনিটি পুলিশিং অফিসে পূর্বপরিকল্পিতভাবে আসামী মোঃ বিল্লাল হোসেন মৃদুল সহ অন্যান্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বুকে, পিঠে, গলায় কুপিয়ে হত্যা করে।
ঘটনার তদন্তে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
যশোর র্যাব – ৬ কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আসামী শংকরপুর এলাকার মিন্টু শেখের পুত্র মোঃ বিল্লাল হোসেন মৃদুল জমাদ্দারপাড়া এলাকায় আত্মগোপনে আছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১৬ সেপ্টেম্বর বিকালে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী মোঃ বিল্লাল হোসেন মৃদুল (২২)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।