যশোরের ঝিকরগাছায় নিজ দলের প্রতিপক্ষের হাতে যুবদল কর্মী খুন।
মো: হানজালা শার্শা, যশোর।
যশোরের ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের পিয়াল হাসান নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে নিজ দলের প্রতিপক্ষরা।শনিবার (০৯/১১/২৪) ঝিকরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতর এ ঘটনা ঘটে।
পুলিশ জানান ৫ই আগস্ট বাজারের আধিপত্য নিয়ে স্হানীয় কাউন্সিলর নুরুজ্জামান বাবু ও পৌর ছাত্রদলের নেতা শামিমের সাথে বিরধ হয় পিয়ালের। দোকানও ভাঙ্গচুর করে তারা।এ ঘটনার দয়েরকৃত মামলায় আত্মসমাপ্পনের পর, কারা ভোগের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পাই শামিম।পরে তার নেতৃত্বে পিয়ালের বাড়িতে হামলা চালায় কয়েক জন।এরি ধারাবাহিকতায় পরে পয়ালের উপর হামলা চালালে পিয়াল আশ্রয় নেয় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যলয়ের ভেতর।সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূবৃিত্তরা।রবিবার দুপুরে ঝিকরগাছা থানার দায়িত্বরত অফিসার- ইনচার্জ জানান একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে।