মোঃ রাশিদুল হাসান জিহাদঃ বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও রক্তিম ভালোবাসায় সিক্ত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। ময়মনসিংহ পৌরসভার সাবেক চেয়ারম্যান, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ, জাতীয় সংসদের সাবেক ৩ বারের সাংসদ (ময়মনসিংহ-৪), জেলা অওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য, বর্ষীয়ান জননেতা অধ্যক্ষ মতিউর রহমান গতকাল ময়মনসিংহের স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে রাত ১০:৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রস্তাব করেন। আজ বাদ আছর ময়মনসিংহের আঞ্জুমান জাতীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উলামা- মাশায়েখ, সামাজিক- সাংস্কৃতিক- সেচ্ছাসেবী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও আমজনতা এই অকুতোভয় বীর সেনানি’র জানাযায় অংশগ্রহণ করেন। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার জনানো হয়। ৮১ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ পৌর এলাকার (তৎকালীন) আকুয়া মোড়ল বাড়ী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার সদস্য ছাড়াও আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন।