যথাযথ মর্যাদায় রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত
অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশ্ব মা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক পরদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা হলরুমে
উপজেলা সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা আবু
বেলাল ছিদ্দীক, মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ প্রতিটি অফিসের কর্মকর্তা কর্মচারী, স্কুলের শিক্ষাথী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন কেটাগরি প্রতিযোগীদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটের জেলা সভাপতি ফয়জুল ইসলাম।