মোংলা বন্দরে প্রথমবার পৌঁছেছে কনটেইনার বাহী জাহাজ।
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট:
মোংলা বন্দরে পৌঁছেছে কনটেইনার বাহী জাহাজ যার মাধ্যমে নাব্য সংকট দূর হওয়ায় প্রথমবারের মতো মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে সাড়ে ৮ মিটার ড্রাফটের কনটেইনারবাহী জাহাজ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মার্কস নুসানতারা নামক জাহাজটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। ওই বাণিজ্যিক জাহাজে করে আসা ৩১৫ বক্সে করে ৪৮৯ টিইউজ পণ্য খালাস হবে মোংলা বন্দরের জেটিতে। এর পর ২৬৩ বক্সে করে ৩৬৭ টিইউজ বোঝাই করে মোংলা বন্দর ত্যাগ করবে জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, নদীতে নাব্য কম থাকা আর সড়ক পথে মাওয়ায় ফেরি পারাপারের কারণে কনটেইনারবাহী পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি করতে আগ্রহী ছিলেন না ব্যবসায়ীরা। পদ্মায় সেতু হওয়ার পর ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারের আগ্রহ দেখান। একই সঙ্গে ড্রেজিংয়ের মাধ্যমে দূর করা হয় নাব্য সংকট। এরপর এই প্রথমবার মোংলা বন্দর জেটিতে ভিড়তে সক্ষম হয়েছে সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে নৌবাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখবে মোংলা সমুদ্র বন্দর—এমন প্রত্যাশা কর্তৃপক্ষের।