মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
মোংলার দিগরাজ ব্যাংক রোড, শান্তি নগর আবাসিক এলাকার রাস্তা-ঘাটের বেহাল দশা যেন দেখার কেউ নেই জনভোগান্তিতে এলাকাবাসী। ব্যাংক রোড, শান্তি নগর আবাসিক এলাকার রাস্তা-ঘাটে বড় বড় গর্ত থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তা দিয়ে গাড়ি চলার সময় গাড়ি গর্তে পড়ে কাইত চিত ও পাল্টি খাওয়ার মতো দৃশ্য চোখে পড়ছে। এলাকাবাসী জানায় বৃষ্টির পানি সরে যাওয়ার পর রাস্তা-ঘাট বড় বড় গর্ত ও খানা-খন্দে পরিনত হয়েছে দিগরাজ শান্তি নগর আবাসিক এলাকা, ব্যাংক রোড, কলেজ, কোস্ট গার্ড ও বিজিপি ক্যাম্পের সামনের রাস্তা ভোগান্তিতে এলাকাবাসী। এলাকা ঘুরে দেখা যায় দিগরাজ ব্যাংক রোড, শান্তি নগর আবাসিক এলাকা, কলেজ রোড, দিগরাজ বাস স্ট্যান্ড থেকে দিগরাজ খেয়াঘাট, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ও বিজিপি ক্যাম্পের সামনের রাস্তা পানি সরে যাওয়ার পর বড় গর্তে পরিনত হয়েছে। আর এভাবেই ভাঙা রাস্তা দিয়ে চলতে হবে সারা বছর এলাকার লোকদের বলে দাবি করেন এলাকাবাসী। তারা বলেন রাস্তায় পানি থাকলে যেমন দুর্ভোগ তেমনি পানি শুকিয়ে যাওয়ার পর রাস্তা দিয়ে গাড়ি, স্কুলগামী ছেলে – মেয়ে ও জন সাধারণের চলাচলে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেন দেখার কেউ নেই। এলাকাবাসী জানায় বর্ষার সময়ে এলে প্রবল বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারে মোংলার পশুর নদী ও বিভিন্ন খালের পানি বৃদ্ধি পায়। এতে দিগরাজ ঘাটের রাস্তা, ব্যাংক রোড, শান্তি নগর আবাসিক এলাকা ও কলেজ রোডের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় ও পানির স্রোতে রাস্তা ভেঙে চৌচির পিচির রাস্তার পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তা দিয়ে যাওয়া- আশায় সকল যানবাহন ও জন সাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। শান্তি নগর আবাসিক এলাকায় বসবাসরত আব্দুল কাদের, জামাল মিস্ত্রি, মোতালেব কুক, সালেক, আব্দুল মোমিন, পারবেজ বলেন প্রবল বৃষ্টি ও নদীতে পানি বৃদ্ধির কারণে এছাড়া মোংলা বন্দরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সমস্ত পানি রাস্তা গড়িয়ে এসে আমাদের এলাকা প্লাবিত হয় এবং রাস্তা ঘাট ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে আর এভাবেই এই ভাঙা রাস্তা দিয়ে আমাদের চলতে হবে বছরের পর বছর। আমরা বারবার এলাকার ইউপি সদস্য, চেয়ারম্যান ও মোংলা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। কেউ বিষয়টি আমলে না আনায় বৃষ্টি হলেই এবং পানির চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রাস্তা পানিতে তলিয়ে যায় এবং রাস্তা ঘাট ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এই দেখেন রাস্তা ভেঙে কি হয়ে গেছে। আজ ০৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৮ টার সময় শান্তি নগর আবাসিক এলাকার রাস্তায় কোস্ট গার্ডের গাড়ি গর্তে পড়ে যেতে দেখা যায়। অল্পের জন্য গাড়িতে থাকা কোস্ট গার্ড কর্মকর্তাদের কোন সমস্যা হয়নি সকলে গাড়ি থেকে নেমে পরে এবং গাড়িটি গর্ত থেকে উঠিয়ে ফেলার চেষ্টা করে। এছাড়াও এলাকার সকল জনসাধারণের একই অভিযোগ এমন অবস্থায় কিভাবে লোকজন ও গাড়ি চলাচল করবে বলতে পারেন। রাস্তা দিয়ে যানবাহন চলাচল ও জন সাধারনের চলাচলে দারুণ বিঘ্ন ঘটছে। অথচ মোংলা বন্দর বা ইউনিয়ন পরিষদের পক্ষে সরকারি কোন বরাদ্দ দিয়ে যদি রাস্তার পাশে যে ড্রেন আছে এটাকে কাটিয়ে ঠিক করে দিতো তাহলে পানি সরবরাহে আর কোন অসুবিধা হতো না। ফলে বর্ষা ও জোয়ারের পানিতে আর রাস্তা তুলিয়ে যেত না আমাদের রাস্তা ঠিক থাকতো। এলাকার সাধারণ জনগণের দাবি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এই সকল সমস্যা নিরসনের জন্য। তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।