মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- মোংলার দিগরাজে ০৮ দলীয় ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা জমকানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২৮ শে অক্টোবর শনিবার রাত ৮ থেকে শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়। খেলার আয়োজক কমিটি জানান ২৭ শে অক্টোবর শুক্রবার রাত ৮ টায় শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে এই খেলা শুরু হয় এবং ২৮ শে অক্টোবর শনিবার রাত ৮ টায় প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রুপসা ফাইটার ফুটবল একাদশ বনাম ভরসা পুর একাদশের মধ্যে। প্রথম সেমিফাইনাল খেলায় কোন গোল না হওয়ায় ট্র্যাইফেকার অনুষ্ঠিত হয় রুপসা ফাইটার ফুটবল একাদশ ৪ গোল ভরসা পুর একাদশ ২ গোল করে। রুপসা ফাইটার ফুটবল একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাব ২-০ গোলে নিসা এফসি একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাবের পক্ষে সবুজ ২ দুই গোল করে দলকে বিজয়ী করেন। রাত ১০ টায় শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাব বনাম রুপসা ফাইটার ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাব ১-০ গোল করে রুপসা ফাইটার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাবের নাইম ১ গোল করে দলকে বিজয়ী করে। খেলায় ম্যানঅফ-দা ম্যাচ- নাইম- নুর, সেরা গোলদাতা সবুজ, সেরা গোল রক্ষক আব্দুল রাজ্জাক নির্বাচিত হন। খেলা শেষে রাত ১২ টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়। এই খেলার আয়োজক শান্তি নগর আবাসিক এলাকার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের পক্ষে আব্দুল মোমিন বলেন বিজয়ী চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ ৭ হাজার টাকা ও ট্রফি দিয়ে সন্মানিত করা হয়। সমগ্রহ খেলা পরিচালনা করেন মোঃ হাফিস বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর নিবন্ধিত রিফারি সাথে সহকারী রিফারি হিসেবে ছিলেন দিনার গোলদার ও মোঃ ওমর ফারুক। খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রহিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মোমিন, ওহিদুজ্জামান, সুন্দরবন ট্রেটার্সের আরিফ বিল্লাহ, সাংবাদিক মোঃ শামীম হোসেন, সমাজসেবক আব্দুল কাদের, আয়োজক কমিটির সদস্য মোঃ পারভেজ শেখ, মোঃ আব্দুল রাজ্জাক, মোঃ আলমগীর হোসেন। এছাড়া দিগরাজ ব্যাংক রোড শান্তি নগর আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।