মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- মোংলার দিগরাজে ০৮ দলীয় ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর প্রথম রাউন্ডের প্রথম খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ২৭ শে অক্টোবর শুক্রবার রাত ৮ টায় শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে এই খেলা শুরু হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রহিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মোমিন, ওহিদুজ্জামান, সুন্দরবন ট্রেটার্সের আরিফ বিল্লাহ। এছাড়া দিগরাজ ব্যাংক রোড শান্তি নগর আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্রহ খেলা পরিচালনায় আছে মোঃ হাফিস বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর নিবন্ধিত রিফারি সাথে সহকারী রিফারি হিসেবে আছেন দিনার গোলদার ও মোঃ ওমর ফারুক। মাঠে অনুষ্ঠিত হচ্ছে ০৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর প্রথম ম্যাচ ফ্রেন্ডস জন বনাম নিসা এফসি একাদশ। দ্বিতীয় ম্যাচ আদর্শ ক্লাব বনাম রুপসা ফাইটার ফুটবল একাদশ।
তৃতীয় ম্যাচ কেকজন বনাম ভরসা পুর একাদশ। চতুর্থ ম্যাচ শান্তিনগর যুব স্পোর্টিং ক্লাব বনাম তালুকদার ট্রেডার্স একাদশ। এদের মধ্যে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে। পরে ২৮শে অক্টোবর শনিবার বিজয়ী দলের মধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। সকলকে খেলা দেখার জন্য আহবান করা হলো। প্রচারে শান্তি নগর আবাসিক এলাকার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব।