মোংলাতে জাতীয় বীমা দিবস পালিত
মোঃ হাফিজুর রহমান : বাগেরহাট জেলা প্রতিনিধি
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে মোংলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ হাবিবুর রহমান।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগিতায় এসময় বিভিন্ন বীমা প্রতিনিধি ও বীমা অনুরাগীরা উপস্থিত ছিলেন।