নিজস্ব প্রতিবেদকঃ
অনুমতি দিলেই ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে।’ ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে এলে দাম অর্ধেকের নিচে নেমে আসবে বলে মনে করেন তিনি।
বাজারের পাইকারি বিক্রেতা ফেরদৌস ও শাহাবুল জানান, গতকাল রোববার কৃষিমন্ত্রী পেঁয়াজের দাম না কমলে আমদানি করা হবে বলে জানান। তাঁর এই বক্তব্য শুনে পাইকারি ও মজুদদাররা পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে দাম কমিয়ে দেন। ফলে গতকাল রোববার বিকেলের পর থেকে পেঁয়াজের দাম কমতে থাকে। আজ সোমবার সকাল থেকে কেজিতে অন্তত পাইকারিতে আট থেকে ১০ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতা আলমগীর ও মঈনুল বলেন, ‘কৃষিমন্ত্রীর হুঁশিয়ারির পর ২৪ ঘণ্টায় পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে। এই একই পেঁয়াজ গতকাল রোববার সকালেও আমরা ৮০ টাকায় বিক্রি করেছি। আজ সেই পেঁয়াজ কেজিতে ১৫ টাকার মতো কমেছে। ভারত থেকে আমদানি করা হলে পেঁয়াজের দাম ৩০ টাকার নিচে চলে আসবে।’
আজ সোমবার হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী মো. ইউসুফ আলী বলেন, ‘পেঁয়াজ আমদানির জন্য এখনও পর্যন্ত খামারবাড়ী থেকে অনুমতিপত্র (আইপি) ইস্যু করা হয়নি। আইপি ইস্যু করা হলে আমাদের সার্ভারে আপলোড করা হবে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি পেলে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারবেন।’