নিজস্ব প্রতিবেদকঃ
মেয়াদোত্তীর্ণ খেজুর, ইফতারিতে পোড়া ভোজ্যতেল ব্যবহার, দামে গড়মিলসহ বেশ কয়েকটি অপরাধে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ব্যবসায়ীদের ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুরের ভাঙ্গায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাঙ্গা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভাঙ্গা বাজারে বিভিন্ন ফল বিক্রেতাকে মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার অপরাধে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে বাজার মূল্যতালিকা ও বিক্রয় মূল্যের ভাউচারে দামের সাদৃশ্য না থাকা, খাবার ও ইফতার সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানে খাবারের মান ও পোড়া ভোজ্যতেল ব্যবহার করা, এছাড়া অপরিচ্ছন্ন থাকার অপরাধে মোট ৯টি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদল হাসান জাগো নিউজকে বলেন, রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিং বৃদ্ধি করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে এবং ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়। আমাদের এই অভিযান রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।