মোঃ রাশিদুল হাসান জিহাদঃ আজ অপরাহ্নে ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট মোঃ মফিদুল আলম ময়মনসিংহের মুক্তাগাছা শারদীয় দুর্গোৎসব'২৪ উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন। সন্ধ্যা ৬টায় তিনি মুক্তাগাছা জমিদার বাড়ি পরিদর্শন শেষে আনুষ্ঠানিক পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন। সফর সঙ্গী হিসেবে ডিসি পরিবার সদস্যসহ সফর সঙ্গী হিসেবে মুক্তাগাছা আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিট প্রধান, ক্যাম্প কমান্ডার মেজর হাসান ও সেনা সদস্যবৃন্দ, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট তানভীর হায়দার, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন, এপিবিএন ও আনসার ভিডিপির কর্মকর্তা অংশগ্রহণ করেন। তার আগমনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মুক্তাগাছা উপজেলা শাখা ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সন্তুষ প্রকাশ করেন। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ বাবু স্বপণ কুমার দাস তার বক্তব্যে বলেন, মুক্তাগাছা ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির চারণ ভূমি। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ উপজেলা প্রশাসনের দায়িত্ব পালনে ভূয়সী প্রশংসা করেন। সফররত জেলা প্রশাসক ময়মনসিংহ তার বক্তব্যে বলেন, আমি প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শনে এসে বুঝতে পেরেছি এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের রোল মডেল। তিনি ছাপ্পান্ন প্রহর মাঠ পূজা মন্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় উপজেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সংবাদ কর্মী বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বিত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। বর্তমান অন্তরবর্তী কালীন সরকারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক সংগঠনের সাথে সমন্বিত উদ্যোগে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিশাল জনগোষ্ঠীর এই বাংলাদেশ দুর্নীতি, সামাজিক অবক্ষয় ও অসংগতি নিরসনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, চলমান শারদীয় দুর্গোৎসবে প্রতিটি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিশেষ করে অস্বচ্ছল পূজা মন্ডপে বিশেষ অনুদান প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের আমজনতা ও ভক্ত পূজারিবৃন্দ উপস্থিত ছিলেন।