মুক্তাগাছা বাঁশাটি ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার'দোআ ও মসজিদের উন্নয়নে নগদ অর্থ প্রদান।
স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন বাঁশাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ নং বাঁশাটি ইউপি চেয়ারম্যান বাবু উজ্জ্বল কুমার চন্দ এবং বাঁশাটি ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর আইয়ুব খান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম খানের ব্যবস্থাপনায় উক্ত ইফতার ও দোআ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তাগাছা পৌর মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীজুল হক ইদু, ৮ নং দাওগাও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা, মুক্তাগাছা থানা তদন্ত পরিদর্শক মোঃ চাদ মিয়া প্রমূখ।
প্রধান অতিথি কে এম খালিদ এমপি বাঁশাটি ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সকল জামে মসজিদের উন্নয়ন কর্মকাণ্ডের নিমিত্তে বিশেষ অনুদান হিসেবে দশ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। ও সরকার প্রধান শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করা হয়।
বাঁশাটি ইউপি চেয়ারম্যান বাবু উজ্জ্বল কুমার চন্দ মসজিদ ভিত্তিক বিশেষ এই অনুদান নগদ অর্থ দশ হাজার টাকা প্রত্যেক মসজিদের জন্য
প্রদান করায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে আগামী নির্বাচনে জনগণ নৌকা প্রতীকে আবার ভোট দিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও আন্তর্জাতিক পরিমন্ডলে অর্থনৈতিক উন্নয়নের প্রতিযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ দিবেন এমন আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ নেতা-কর্মী, বাঁশাটি ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন জামে মসজিদের ইমাম মোয়াজ্জিন, মসজিদ কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদকগণ ও নানা শ্রেনী পেশার মানুষ ইফতার ও দোআ মাহফিলে অংশ নেন।