মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ “হে নবীন এসো আলোর মিছিলে” এবং “বনে বনে ফুল ফুটছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো, তাদের মালা গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিদ্যালয়ের পরিচিতি পর্ব ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য প্রদান এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষিকাদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা হাসিনা মমতাজ, সহকারী শিক্ষক শাহ্ ওয়ালীউল্লাহ্ মাসুদ, মেহেদী হাসান, নাছিমা খাতুন, আব্দুল্লাহ্ আল মামুন, রেহেনা আক্তার, মোক্তার হোসাইন প্রমুখ। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, শামসুন্নাহার লুবাবা এবং আব্দুলাহ্ আল মাহিন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবীন শিক্ষার্থীদের বিদ্যালয়ের সকল নিয়মনীতি মেনে এবং ভালো ভাবে পড়াশোনা করার জন্য আহ্বান করা হয়। ভবিষ্যতে যেনো তারা ভালো ভাবে পড়াশোনা করে জীবনে সফলতা অর্জন করতে পারে এবং শিক্ষা গ্রহণের পাশাপাশি তাদের চরিত্রের দিক দিয়েও যেনো তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।