মোঃ রাশিদুল হাসান জিহাদঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী'র অপসারণের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট, দূর্নীতি ও লুটপাটের অভিযোগে অভিযুক্ত, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মানসিকভাবে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনাকারীসহ কলেজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার অভিযোগে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী'র অপসারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, রেজাউল করিম জনি, আবু সাঈদ, মাহবুবুল আলম রুমেল, মোকাররম হোসেন, মাসুূদ পারভেজ। কর্মচারীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, প্রধান সহকারী গোলাম কিবরিয়া, প্রধান হিসাবরক্ষক ফারুক আহম্মেদ এবং শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহম্মেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাসির মামুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম ফেরদৌস, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবু ফারুক মোঃ আব্দুল হান্নান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিজন কুমার বাসক এবং অত্র কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মোঃ সেলিম তালুকদার প্রমূখ।
মানববন্ধনে শহীদ স্মৃতি সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা নেতৃত্ব দেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।