মোঃ রাশিদুল হাসান জিহাদঃ আকারে গড়নে পিচ্চি হলেও মাদক পাচার ও বিপণনে গডফাদারখ্যাত মোঃ রুবেল মিয়া ওরফে পিচ্চি রুবেল অবশেষে রাজধানী ঢাকার উত্তরায় পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের তথ্যপ্রযুক্তি সুত্রে জানা যায়,রুবেল ডিএমপি'র দক্ষিণখান এলাকায় অবস্থান করছে । বিষয়টি ময়মনসিংহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে মুক্তাগাছা থানা পুলিশের একটি চৌকস টিম ঐ এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রুবেলকে গত ৬ জুলাই '২৪ আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে গ্রেফতার করতে সক্ষম হয় । সুত্র জানায়,প্রাথমিক জিজ্ঞাস্যবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী রুবেলের গচ্ছিত অবৈধ মাদক হেরোইন ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার পুলিশ ফাঁড়ির পশ্চিমাংশে পল্লীবিদ্যুতের পরিত্যক্ত অফিসের উত্তর পাশের রুম থেকে ৭ জুলাই '২৪ শেষরাতে ১,০০০০০০ (দশ লক্ষ) টাকা সমমূল্যের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ । মাদক সস্রাট অথবা গডফাদার পিচ্চি রুবেলের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে । এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শুধু রুবেল নয়,ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনায় অত্র থানাধীন মাদক পাচার,বিপণন ও সেবনে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে ।
মোঃ রুবেল মিয়া (৩০) মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউপি'র ঘোষবাড়ী গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ।
যুব শক্তি ও জীবননাশের মুল হোতা হেরোইন,ইয়াবা,গাঁজা সহ সকল প্রকার অবৈধ মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি আমজনতার দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি বলে ভুক্তভোগী ও সচেতন মহলের ধারণা ।
গ্রেফতারকৃত আসামি রুবেল কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।