মুক্তাগাছায় MAY MOMENT CELEBRATION 2023 অনুষ্ঠিত
মোঃ রাশিদুল হাসান জিহাদ:
আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ রোধে করণীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । স্থানীয় ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ গফুরের সভাপতিত্বে বেলা ১১টায় অনুষ্ঠেয় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নম্রতা হাউই,ম্যানেজার,মুক্তাগাছা এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র সম্মানিত সভাপতি মোঃ সাইফুজ্জামান,ইউপি সচিব দেলোয়ার হোসেন প্রমুখ । রাশেদুল আলম,প্রোগ্রাম অফিসার,মুক্তাগাছা এপি এর সঞ্চালনায় উক্ত আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যবৃন্দ,ওলামা মাশায়েখ,এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,২৭৪৪ টি শিশু ও যুব ফোরাম বাল্যবিবাহ রোধে কাজ করছে। তিনি এই ফোরাম কে ‘তারুণ্যের অহংকার’ আখ্যায়িত করে পিতামাতা,অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বয়ভিত্তিক বাল্যবিবাহের মতো সামাজিক তথা রাষ্ট্রীয় অপরাধ রোধে এগিয়ে আসার আহ্বান জানান ।
বিশেষ অতিথির বক্তব্যে ইউপিসিএম সভাপতি সাইফুজ্জামান বলেন,বাল্যবিবাহের কারণে প্রতি বছর মা ও শিশু মৃত্যুর হার আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে । এ অবস্থা থেকে উত্তরণে বাবা-মা,আলেম ওলামা,জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ সকল স্তরের ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান । ঝুকিপূর্ণ গর্ভধারণ,অপুষ্টি,নারী ও শিশু সহিংসতা,অবৈধ যৌনাচার ও সংক্রমণ,মাদকাসক্তিসহ সামাজিক অসঙ্গতি নিরসনে “পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী” গড়ে তোলার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন । ‘আঠারোর আগে নয় বিয়ের পাত্রী,মেয়ে হবে স্কুল ছাত্রী’, ‘বাল্যবিবাহ দিলে জীবন কাটবে জেলে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শিশু বান্ধব বাজেট প্রণয়ন,বর্ণাঢ্য র্যালী ও ষ্টল পরিদর্শনের মধ্য দিয়ে আয়োজন শেষ হয় ।