মোঃ রাশিদুল হাসান জিহাদ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে আজ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলা'২৫ এর উদ্বোধন করা হয়। স্থানীয় উপজেলা চত্বরে বেলা ৩টায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন খামারবাড়ি, ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড.মোছা:নাছরিন আক্তার বানু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিনা পারভীন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ পৃতীশ চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুন নাহার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারসহ সকল ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। উক্ত মেলায় কন্দাল ফসল প্রযুক্তি কর্ণার, প্ল্যান্ট ডক্টর ক্লিনিক, মডেল গ্রাম, আইপিএম ও উত্তম কৃষি চর্চা কর্ণার, কারুণ্য হস্তশিল্প, আধুনিক কৃষি প্রযুক্তি কর্ণার, কৃষি যান্ত্রিকীকরণ, প্রচলিত ও অপ্রচলিত ফুল কর্ণার, চারা উৎপাদন কর্ণারসহ মোট ১৪টি স্টল এ মেলায় স্থান পায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড.মোছা:নাছরিন আক্তার বানু কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের মুক্তাগাছায় একেকটি ইউনিয়নে একেকটি ফসল বেশি উৎপাদন হয়। সেইসকল ফসল দেখে কৃষকরা উৎসাহিত হয়ে তারা তাদের ইউনিয়নে সেই ফসলটি করার চেষ্টা করবে। এর ফলে কৃষি জমি হ্রাস পাওয়ার প্রভাবে যে ফসলটি কম উৎপাদন হবে তার আশংকা অনেকাংশে কমে যাবে। এছাড়াও আমাদের সকলকেই কৃষি বান্ধব হতে হবে, যাতে করে আমরা নিজেদের উৎপাদন করা ফসল দিয়ে পরিবারের চাহিদা মেটাতে পারি। এর জন্য আমাদের সকলেরই উচিত নিজের গ্রামকে কৃষি বান্ধব মডেল গ্রামে রূপান্তর করা। তিনি ৩ দিন ব্যাপী এই মেলায় প্রান্তিক পর্যায়ের কৃষকসহ সর্বস্তরের মানুষের সমাগমে ব্যাপক প্রচারণার উপর গুরুত্বারোপ করেন।