মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন মহেষপুর গ্রামের ধলির ব্রীজের উপর হতে আঃ মোতালেব (৩৭), পিতা- আঃ খালেক ওরফে বাদশা, মাতা- মোজেদা খাতুন, গ্রাম- খাজুলিয়া এবং মিন্টু (৩৪), পিতা- মগর আলী, মাতা- আমেনা খাতুন, গ্রাম- পাড়াটংগী, উভয় থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে আন্তঃজেলা মাদকচক্রের ০২ সদস্যকে আটক করেছে মুক্তাগাছা থানা পুলিশ। আজ ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বিত সহযোগিতায় ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতারকৃত আসামীদের আটক করতে সক্ষম হয়। আটককৃত প্রত্যেক আসামীর নামে ৭/৮ টি করে মামলা (A-শ্রেণীভুক্ত মাদক ব্যবসায়ী) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনা অনুযায়ী মুক্তাগাছা এলাকাধীন বিভিন্ন ধরনের মাদকসহ চোরাকারবারি, ডলার প্রতারক চক্র, ছিনতাইকারী, ইভটিজিং, বাল্যবিবাহ নিরসন ও সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে মুক্তাগাছা থানা পুলিশ অহর্নিশি কাজ করে যাচ্ছে।