বাবুল হোসেন মুক্তাগাছা ময়মনসিংহ প্রতিনিধি
মুক্তাগাছা, ৩১ মে ২০২৩, বুধবার:
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, অধিকতর সুশাসন চর্চা এবং সেবা প্রদানে বিভিন্ন চ্যালেঞ্জ উত্তরণের লক্ষ্যে একটি কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি মুক্তাগাছা’র উদ্যোগে মানকোন ইউনিয়নের পদুরবাড়িতে বুধবার সকাল ১১:০০টায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, স্বাস্থ্যকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা, কমিউনিটিভিত্তিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ ও সনাকের স্থানীয় সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন এবং মতামত পেশ করেন। এ সময় পদুরবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে সেবা নিতে গিয়ে সেবাগ্রহীতাগণ তাদের বাস্তব অভিজ্ঞতাসমূহ তুলে ধরেন। অংশগ্রহণকারীদের তথ্যমতে, উপ-স্বাস্থ্য কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় এর অভ্যন্তরে মাদক গ্রহণ ও বখাটেদের উৎপাত নিয়মিত লক্ষ্য করা যায়। সেবার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার জন্য সীমানাপ্রাচীর জরুরী বলে তারা মনে করেন। এছাড়া, সিটিজেন চার্টার, নিত্যদিনের ঔষধের তালিকা সম্বলিত তথ্যবোর্ড স্থাপন ও নিয়মিত হালনাগাদ, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, সেবাগ্রহীতাদের ব্যবহারের জন্য টয়লেট পরিস্কার রাখাসহ ইত্যাদির সুপারিশ করেন। উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার জনাব মো: কবির হোসেন জানান, উপ-স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। প্রতি তিন মাসের জন্য নির্ধারিত সরকারী বরাদ্দের মধ্যেই সেবাগ্রহীতাদের ঔষুধ সরবরাহ করতে হয়। এক্ষেত্রে মোট ঔষুধকে তিন মাসের দিন হিসেবে ভাগ করে প্রতিদিনের জন্য বরাদ্দ ঔষুধ সেবাগ্রহীতাদের সরবরাহ করা হয়। এছাড়া সীমানাপ্রাচীরসহ উত্থাপিত অন্যান্য বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে আলাপ হয়েছে। তিনি এ বিষয়ে অবগত আছেন এবং তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও মেডিকেল অফিসার জানান।’ সভায় সভাপতিত্ব করেন পদুরবাড়ি উপ-স্বাস্থ্য সম্পর্কিত অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ বা এসিজির সমন্বয়ক মাহফুজা আক্তার। সনাকের ইয়েস সদস্যগন ছাড়াও টিআইবি’র সিলেট ক্লাস্টারের ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিই মো: আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।