মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ১মবারের মতো সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছাায় জাতীয় পর্যায়ে স্থানীয় সরকার দিবস -২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান পালিত হয় । স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি । “সেবা ও উন্নতির দক্ষ রূপকার , উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য কে ধারণ করা আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ,অফিসার ইনচার্জ, মুক্তাগাছা থানা । পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ এমপি ইউনিয়ন পরিষদকে অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের রূপকার আখ্যায়িত করে বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন ও বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন । এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে । সভাপতির বক্তব্যে একেএম লুৎফর রহমান বলেন , স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ,পৌর পরিষদ , উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের মূল চালিকাশক্তি । তিনি তৃণমূল পর্যায়ের সার্বিক সামাজিক অসঙ্গতি নিরসনসহ অবকাঠামো উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানান । অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা,সামাজিক-রাজনৈতিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন ।
স্বচ্ছতা , জবাবদিহিতা , সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক রূপ লাভে সৎ,যোগ্য , মেধাবী ও জনবান্ধব জনপ্রতিনিধির বিকল্প নেই বিধায় অবাধ,নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক ভোটাধিকার প্রয়োগ সাধারণ মানুষের প্রত্যাশা ।