বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধি: আজ মুক্তাগাছায় স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতা বান্ধব স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাহুল চক্রবর্তী। স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র অধিপরামর্শ সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভাটি উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স এর সেমিনার কক্ষে সোমবার দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হয়।
অধিপরামর্শ সভায় সনাকের পক্ষ থেকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিদ্যমান নানাবিধ সমস্যা সমাধানের জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে- দালালদের দৌরাত্ম/পরিচ্ছন্নতা কর্মী ও নার্স এর দালাল হিসেবে কাজ করা, ডাক্তার কর্তৃক দেরীতে উপস্থিত এবং নির্ধারিত সময়ের পূর্বেই অফিস/চেম্বার ত্যাগ, সামান্য সমস্যাতেও রেফার করার প্রবণতা, রোগী দেখার সময় ডাক্তার কর্তৃক মনোযোগে ঘাটতি, অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলা, আপডেট তথ্য বোর্ড, ডাক্তারদের অনুপস্থিতি, ডাক্তার ও নার্স কর্তৃক দুর্ব্যবহার, অপরিচ্ছন্নতা, স্বজনপ্রীতি, লোডশেডিং এর সময় বিকল্প পাওয়ার সাপ্লাই এর ব্যবস্থা না থাকা, ওয়েব পোর্টাল আপডেট না থাকা, অভিযোগ ও পরামর্শ বক্স সচল রাখা ইত্যাদি। সভায় প্রধান অতিথি ও স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষে বক্তব্য তুলে ধরেন ডা. রাহুল চক্রবর্তী। এসময় তিনি উক্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সনাক সদস্য মোহাম্মদ মুজাহিদুর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্স এর বিদ্যামন সমস্যাসমূহ তুলে ধরেন মো: দেলোয়ার, এরিয়া কোঅর্ডিনেটর, সনাক মুক্তাগাছা। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ, মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার, সনাক সদস্যবৃন্দ, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন।